Jibanananda Utsav Today at London’s Richmix Theatre
লণ্ডনের রিচমিক্স থিয়েটারে আজ জীবনানন্দ উৎসব
সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৌধের আয়োজনে আজ, পয়লা মার্চ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬.০০ ঘটিকায় ইস্ট লণ্ডনের রিচমিক্স থিয়েটারে পঞ্চমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে জীবনানন্দ উৎসব।
সৌধের পরিচালক কবি টি এম আহমেদ কায়সারের পরিকল্পনা, গ্রন্থনা ও পরিচালনায় অনুষ্ঠিতব্য এ উৎসবে জীবনানন্দের কবিতার তুলনামূলক পাঠ নিয়ে আলোচনা করবেন ইংরেজ কবি, নাট্যকার ও অনুবাদক জন ফার্নডন।
জীবনানন্দের কবিতার বুলগেরিয়ান অনুবাদ ও আনুষঙ্গিক আলোচনায় অংশ নেবেন বুলগেরিয়ান কবি ও প্রত্নসংগীত–গবেষক স্নেজহিনা গুলুবভা। স্ব–অনুদিত পার্সিয়ান অনুবাদ পাঠ করবেন ব্রিটিশ-ইরানি কবি আলী রেজা আবিজ, এবং আরবি অনুবাদ পাঠ করবেন ব্রিটিশ-মিসরীয় কবি মোহাম্মদ মোহসেন।
পড়ুন: ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
জীবনানন্দের কবিতা থেকে পাঠ করবেন আবৃত্তিকার জাকি রেজওয়ানা আনোয়ার, উর্মি মাযহার, পপি শাহনাজ, মুনিরা পারভীন, তানজিনা নূর ই সিদ্দীক, সুহা প্রিয়দর্শিনী চক্রবর্তী, ও কবি সৈয়দ আনোয়ার রেজা। জীবনানন্দের কবিতার ইংরেজি অনুবাদ পাঠ করবেন কাউন্সিলর জাসমিন চৌধুরী, এবং স্ব-অনুদিত কবিতা পাঠ করবেন টেলিভিশন উপস্থাপক প্রপা রেজওয়ানা আনোয়ার। জীবনানন্দের কবিতায় সুরারোপিত সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী লাবনি বড়ুয়া।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। টিকিট (ফ্রী)বুকিং লিংক: এখানে
আয়োজনটি আরো হৃদয়গ্রাহী করতে কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন ছাড়াও থাকছে কবি টি এম আহমেদ কায়সারের নির্দেশনায় একটি কবিতাশ্রয়ী একাঙ্কিকা ‘ কুড়ি বছর পরে’ বা ‘টুয়েণ্টি ইয়ার্স আফটার’ — যার মাধ্যমে উপস্থাপিত হবে জীবনানন্দের ‘কুড়ি বছর পরে’ কবিতাটির অন্তর্গত ভাব ও সংলাপ। এই একাঙ্কিকায় জীবনানন্দের ভূমিকায় থাকছেন কবি সারওয়ার-ই আলম, সঙ্গীতে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী কোয়েল ভট্টাচার্য, নৃত্যে নৃত্যশিল্পী শিউলি ভট্টাচার্য, ইংরেজী কবিতা পাঠে জাসমিন চৌধুরী এবং নেপথ্য সহযোগিতায় কবি শামীম শাহান।
জীবনানন্দের কবিতার নৃত্য রূপায়ণে থাকছেন ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী মনি দীপা শীল, ঈশিতা সিনহা, শীতেষ্ণা বোস, শর্মিষ্ঠা পণ্ডিত, সিনথিয়া বোস ও এষা চক্রবর্তী ভট্টাচার্য।
আলোকচিত্র ও চিত্রশিল্প দিয়ে কবিতার এক অভিনব দৃশ্য-পাঠ উপস্থাপন করবেন আলোকচিত্রশিল্পী পাবলো খালেদ ও চিত্রশিল্পী সোনিয়া ইয়াসমিন কান্তা।
উৎসবের সার্বিক সহযোগিতায় থাকছে লিটল ম্যাগাজিন ‘গ্রন্থী’ এবং সাংস্কৃতিক সংগঠন রাধারমণ সোসাইটি।
প্রেস বিজ্ঞপ্তি