Organized Lies Are Being Practiced – The Speakers at The Anniversary Event of Dainik Bhorer Darpan
সংঘবদ্ধ মিথ্যার চর্চা চলছে – দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তাগন
”সংঘবদ্ধ মিথ্যার চর্চা চলছে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই প্রার্থনা বানী এখন আর পাঠ করা হয়না। সাংবাদিকরা বেতন পাচ্ছি না কিন্তু আমরা তা বলতে পারছি না। বলতে না পারার এই যে কষ্ট! এটি নিয়ে কি আমরা বেঁচে থাকবো?
মানুষ কে দাড় করাতে হবে। মানুষকে দাড় করাতে পারে সৎ শিক্ষক ও সাংবাদিক। কিন্তু সৎ শিক্ষক ও সঠিক সাংবাদিকতার এখন বড়ই অভাব।”- নাজিম উদ্দিন শ্যামল, সাবেক সভাপতি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।
”সাংবাদিকতার কোন সীমারেখা নেই। সাংবাদিকতাকে কোন ব্রাকেট বন্ধী করা সম্ভব নয়। অনেকেই চেষ্টা করেছে, করছেন কিন্তু ইতিহাস সাক্ষী তা সফল হয়নি। সত্য বলার সাহস থাকতে হবে। ইদানিং এই সত্য বলার মানসিক ইচ্ছা পোষণ অনেকেই করেন না।”- সবুর শুভ, সাবেক যুগ্ম সম্পাদক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।
”ভাষা আন্দোলন বাংলা ভাষার জন্য আন্দোলন ছিলো না। এটি ছিল রাষ্ট্র ভাষা বাংলা প্রতিষ্ঠার লড়াই। শ্লোগান ছিলো “রাষ্ট্র ভাষা বাংলা চাই। আমাদের নতুন করে ঠিক এমনি একটি আন্দোলন করা দরকার। কারন আমাদের কন্ঠ রোধ করার প্রচেষ্টা চলছেই”। – লায়ন সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, প্রাক্তন জেলা গভর্নর, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪।
পড়ুন : এটি লন্ডনে আমাদের শহীদ মিনার
”সাংবাদিকতা আজ বিপন্ন। সাংবাদিকতা পেশা আজ হুমকির মুখে। কারন দেশে কোন আইনের শাসন নেই। এই চরম সত্যি কথাটি কেউ সাহস করে বলে না।
উদাহরন দিতে গিয়ে একজন বক্তা বলেন, নিউমার্কেট এলাকায় উচ্ছেদ হচ্ছে। রাস্তা সম্প্রসারণের জন্য এটি প্রয়োজন। কিন্তু চট্টগ্রাম মহানগরীতে মোড়ে মোড়ে পুলিশ বক্স তৈরি করে যানজট তৈরি করা হচ্ছে। প্রকাশ্যে চাঁদাবাজি চলছে। এটি নিয়ে কোন সাংবাদিক কথা বলেন না।”- সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি।
করতোয়া গ্রুপ কর্তৃক প্রকাশিত ও প্রচারিত জাতীয় গণমাধ্যম দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তাগন এসব মন্তব্য করেন।
দৈনিক ভোরের দর্পণ ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষ্যে সারাদেশের ন্যায় চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে বর্ষপূর্তির এ আয়োজন সম্পন্ন হয়।
দৈনিক ভোরের দর্পণ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান আবু তাহেরের সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার মো. পারভেজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, চট্টগ্রাম ওয়াসার ডিএমডি ফাইন্যান্স লাল হোসাইন, উপ সচিব নাজিম উদ্দিন, পিআইডি’র তথ্য অফিসার সাইফুল ইসলাম, বিশিষ্ট শিপিং ব্যবসায়ী সামিদুল হক, লায়ন আশীষ ভট্টাচার্য, লায়ন আবু তাহের, লায়ন আমজাদ হোসেন।
অধ্যক্ষ আবুল খায়ের এর কোরআন থেকে তেলওয়াত ও সাংবাদিক নুরুদ্দিন সাগরের স্বাগত বক্তব্যে শুরু হওয়া এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক য্গ্ম-সম্পাদক সবুর শুভ, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী, মানবকণ্ঠের ব্যুরো প্রধান হাসান মুকুল, আমাদের নতুন সময়ের ব্যুরো প্রধান কামাল পারভেজ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য মির্জা ইমতিয়াজ শাওন, চট্টগ্রাম খবরের সিনিয়র রিপোর্টার ফারুক মুনির, রেলওয়ে জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম পিন্টু, ক্লিক নিউজ সম্পাদক জালাল উদ্দিন সাগর, চাঁটগার বাণী সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সীতাকুন্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, লিও জেলার প্রাক্তন সভাপতিদের পক্ষে লায়ন বদিউর রহমান, দৈনিক দেশ বাংলার বিভাগীয় ব্যুরো প্রধান সোহাগ আরেফিন, আনোয়ারা প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এতে উপস্থিত হয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন আরফাত রহমান কোকো পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী, সিনিয়র সাংবাদিক কামরুল হুদা, দৈনিক সমকালের সুজিত দাশ, নজরুল ইসলাম, মানবকন্ঠের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, এশিয়ান এস পত্রিকার সিনিয়র রিপোর্টার বশির আল মামুন, নতুন সময়ের মো. ইসমাইল ইমন, ভোরের পাতা পত্রিকার স্টাফ রিপোর্টার এস এম কাউছার, দৈনিক বর্তমান কথার গোলাম সরওয়ার, দৈনিক চিত্র ব্যুরো প্রধান জাহেদ কায়সার, দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার আবদুস সাত্তার রানা, রাজিব সেন প্রিন্স, ওসমান জাহাঙ্গীর, মুজিব উল্ল্যা তুষার, এম আর আমিন, সবুজ অরণ্য, দৈনিক পূর্বকোণ আনোয়ারা প্রতিনিধি সুমন শাহ, দৈনিক আজকের পত্রিকার কর্ণফুলী প্রতিনিধি ইমরান হোসাইন, শমীর পাল প্রমুখ।
অনুষ্ঠানে ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধিদের মধ্যে কামরুল ইসলাম দুলু, জোনায়েদ হোসেন, সনজয় সেন, কামরুল ইসলাম মোস্তফা, মো. শোয়াইব, শিব্বির আহমদ রানা, শাহেদ হোসেন ছোটনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রায় দুই শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।