রকমারি

Soft Drinks Meridian Refresh Came To The Market

বাজারে এলো কোমল পানীয় মেরিডিয়ান রিফ্রেশ। আম ও কমলার স্বাদে রাঙা, Meridian Refresh আপনাকে করবে চুমুকেই চাঙা।

বাংলাদেশের জনপ্রিয় ফুড ব্রান্ড মেরিডিয়ান। ক্রেতা সন্তুষ্টি অর্জনের পাশাপাশি দেশের চাহিদা পুরন করে বিদেশেও রপ্তানি হচ্ছে মেরিডিয়ানের খাদ্য পন্য। সম্প্রতি মেরিডিয়ান বাজারে নিয়ে এসেছে মেরিডিয়ান রিফ্রেশ নামে একটি কোমল পানীয়।

আম ও কমলার স্বাদে রাঙা, Meridian Refresh আপনাকে করবে চুমুকেই চাঙা। স্বাদে তো মাতাবেই, পুষ্টিগুণে ভরপুর Refresh আপনার ক্লান্তি-শ্রান্তি দূর করবে নিমেষেই।

আম ও কমলার স্বাদের দু’টি ফ্লেবারের মোড়কে ভিন্ন ভিন্ন সাইজ ও দামে পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠা এই কোমল পানীয়।

উদ্বোধন উপলক্ষে ক্রেতা সাধারন পাচ্ছেন বিশেষ ছাড়। রিফ্রেশ Refresh-এর ম্যাংগো বা অরেঞ্জ ফ্লেভারের যেকোনো একটির ৭৫০ গ্রাম জারের সঙ্গে ১টি জগ এবং ৫০০ গ্রাম জারের সঙ্গে পাচ্ছেন ১টি বোতল ফ্রি।

সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিজ্ঞাপনে জনৈক ভোক্তার মন্তব্য “দারুণ স্বাদের মেরিডিয়ান রিফ্রেশ ইফতারের ক্লান্তি দূর করে শরীর ও মনে আনবে প্রশান্তি।”

এসেছে ইবাদত আর সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। মাহে রমজান ইবাদতের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি এর রয়েছে স্বাস্থ্যগত কিছু উপকারিতাও।

আসুন জেনে নিই সিয়াম সাধনার কিছু উপকারিতা:

  • রক্তে ইনসুলিন নিয়ন্ত্রন করে
  • রক্তচাপ নিয়ন্ত্রন করে
  • ওজন নিয়ন্ত্রন করে
  • পরিপাক প্রক্রিয়া উন্নত করে
  • পেটের প্রদাহ নিয়ন্ত্রন করে
  • কোলোষ্টরল নিয়ন্ত্রন করে
  • মস্তিস্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়
  • ক্যান্সার প্রতিরোধ করে
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

রমজানের ক্লান্তি থেকে নিমেষেই চাঙা হয়ে উঠতে সবার ঘরে থাকুক আম-কমলার স্বাদে ভরপুর মেরিডিয়ান রিফ্রেশ।

ক্লান্তিতে বা শ্রান্তিতে পিপাসার তৃপ্তিতে আম-কমলার স্বাদে Meridian Refresh নিমেষেই করে দিবে চাঙা।

Kamruzzaman Bablu

Graduated in Journalism from University of Chittagong and working as Business Editor at The New Nation, oldest English daily in Bangladesh. Founder & Chief Executive at Safe Food & Conscious Consumers Movement. For Personal & Business Branding Email me: dialmexyz@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button