সড়ক ও জনপদসড়ক পথ

BRTA Issuing E-Driving License Just show the QR code

চালু হচ্ছে ই-ড্রাইভিং লাইসেন্স, মোবাইলে কিউআর কোড দেখালেই চলবে

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) QR (কিউআর) কোড সম্বলিত ই-ড্রাইভিং লাইসেন্স প্রদান করছে।

অদ্য (২৪ মার্চ) ২০২৪ইং এ সংক্রান্ত একটি সংশোধিত প্রজ্ঞাপন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিআরটিএ সংস্থাপন শাখার সংশোধিত প্রজ্ঞাপনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব মো. মনিরুল আলমের স্বাক্ষরে এ তথ্য জানানো হয়।

ড্রাইভিং লাইসেন্স কার্ড সঙ্গে রাখার ঝামেলা দূর করতে ই-ড্রাইভিং লাইসেন্স চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সেক্ষেত্রে স্মার্টফোনে কিউআর কোডের মাধ্যমে ই-ড্রাইভিং লাইসেন্স দেখালেই সমাধান মিলবে পুলিশি ঝামেলার। মোবাইলে কিউআর কোড দেখালেই চলবে।

মোটরযান চালকগণ বর্তমানে প্রচলিত ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের ন্যায় ই-ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে বা স্মার্ট মোবাইল ফোনে তা প্রদর্শন করে মোটরযান চালনায় সড়কে ব্যবহার করতে পারবে।

এছাড়াও ভিসা প্রসেসিং, বিদেশে ব্যবহার, চাকুরিতে নিয়োগ ইত্যাদি প্রয়োজনে চালকদের ড্রাইভিং লাইসেন্স কার্ড ও “ই-লাইসেন্স” উভয়ই সমানভাবে গ্রহনযোগ্য হবে।

উল্লেখ্য যে, ই-ড্রাইভিং লাইসেন্স প্রদত্ত কিউআর কোড দ্বারা সরাসরি বিআরটিএ এর ডাটাবেইজ থেকে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত তথ্যাদি যাচাই করা যাবে।

কিউআর QR কোড কি?

একটি কিউআর কোড হল দ্বি-মাত্রিক ম্যাট্রিক্স বারকোডের একটি প্রকার, যা 1994 সালে জাপানি কোম্পানি ডেনসো ওয়েভ দ্বারা অটোমোবাইল যন্ত্রাংশ লেবেল করার জন্য উদ্ভাবিত হয়েছিল।

ই-ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম (E-Driving License Check) দেখে নিন

  • প্রথমত আপনার মোবাইলে BARCODE Reader অথবা কিউআর কোড রিডার অ্যাপ ইনস্টল থাকতে হবে।
  • QR Code Reader অ্যাপটি ওপেন করে লার্নার কার্ডের বারকোডটি স্ক্যান করতে হবে।
  • একটি লিংক পাবেন সেটি ইন্টারনেটের মাধ্যমে লিংক ভিজিট করতে হবে।
  • লিংক ভিজিট করলেই ই-ড্রাইভিং লাইসেন্স কার্ডের তথ্য দেখাবে এবং বুঝা যাবে যে, এটি ভূয়া বা ফেইক নয়।
  • এভাবে সহজেই ই-ড্রাইভিং লাইসেন্স ভেরিফিকেশন করা যায়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Md. Hamidur Rahman

I'm Human, Content creator, Founder Editor at cnewsTODAY, Entrepreneur at Dialme Today, Interact with Mass People, Let's ROAR for SUN: Reach-out, Act and Responds for SUN- Sustainable United Network. For Personal & Business Branding, Press Release & Guest Column just say hello to 01751744130 or Email me to hamidurucep@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button