Chittagong BRTA’s Campaign Not To Charge Extra Fare for Eid Journey
ঈদযাত্রায় বাড়তি ভাড়া না নিতে চট্টগ্রাম বিআরটিএ’র প্রচারনা
বিআরটিএ চট্টগ্রাম কর্তৃক (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর অলংকার, একে খান ও দামপাড়াস্থ বিভিন্ন কাউন্টারে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্ভীঘ্ন ও আনন্দময় করার জন্য বাড়তি ভাড়া না নেওয়ার বিষয়ে সরকার অনুমোদিত নির্ধারিত ভাড়ার তালিকা প্রেরণ করা হয় এবং বাড়তি ভাড়া আদায় না করার জন্য সতর্ক করা হয় ।
চট্টগ্রামে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিআরটিএ চট্টগ্রাম। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে তিনটি বাসকে জরিমানা করা হয়েছে। রবিবার নগরীর অলংকার, একে খান ও দামপাড়াস্থ বিভিন্ন কাউন্টারে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিআরটিএ-চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাসুদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় করার জন্য এ অভিযান। কোন যানবাহন বাড়তি ভাড়া নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি বিআরটিএর অনুমোদিত নির্ধারিত ভাড়ার তালিকা থেকে বাড়তি ভাড়া না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য চট্টগ্রাম বিভাগের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্নার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে তিনটি বাসকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয় । এছাড়াও সেন্টমার্টিন স্কয়ার পরিবহন-এর ঢাঃ মেঃ-ব-১৩-১৩৩৯ এসি বাসটি ডাম্পিং করা হয়েছে।
অভিযানে বিআরটিএ-চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আতিকুর রহমান, বিআরটিএ-চট্ট মেট্রো-২ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) ওমর ফারুক, বিআরটিএ-চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি উপস্থিত ছিলেন।