The Name Of Bangladesh Is In The List Of Children Of 20 Starving Countries
অনাহারে থাকা ২০ দেশের শিশুদের তালিকায় বাংলাদেশের নাম
বিশ্বজুড়ে শিশুরা ভুগছে তীব্র অনাহারে। যেসব দেশে শিশুরা বেশি অনাহারে ভুগছে সেসব দেশগুলোর তালিকা প্রকাশ করেছে ইউনিসেফ। আর অনাহারে থাকা ২০ দেশের শিশুদের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম।
হিন্দুস্তান টাইমসের বরাতে চ্যানেল আই অনলাইন জানিয়েছে, সম্প্রতি ইউনিসেফের গ্লোবাল চাইল্ড নিউট্রিটন রিপোর্ট ২০২৪ থেকে জানা গেছে ২০টি দেশের নাম, যে সব দেশের প্রতি ৪টি শিশুর মধ্যে ১টি শিশু অনাহারে থাকে।
প্রতিবেদন থেকে জানা গেছে, বিশ্বব্যাপী ১৮১ মিলিয়ন শিশুর মধ্যে ৬৫ শতাংশ শিশুর আবাসস্থল এশিয়ার দেশগুলোতে। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নিম্ন, মাঝারি এবং উচ্চ বিভাগে ভাগ করা হয়েছে।
তালিকায় থাকা ২০টি দেশ হলো- আফগানিস্তান, আইভরি কোস্ট, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, চীন,মিশর, ইথিওপিয়া, ঘানা, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা, তানজানিয়া এবং ইয়েমেন ইউনাইটেড রিপাবলিক।
দেশগুলোতে প্রতি ৪টি শিশুর মধ্যে ১ জন তীব্র খাদ্য দারিদ্র্যের সঙ্গে লড়াই করে চলেছে। এর মানে, এই শিশুরা মাসে ২ দিন বা তার বেশি দিন অভুক্ত থাকছে। ফলে স্বাস্থ্যগত দিক থেকে এই শিশুরা রয়েছে অনেক পিছিয়ে।
এর পেছনে সব থেকে বড় কারণ হল, অভুক্ত শিশুদের পরিবারের দারিদ্রতা। অভুক্ত শিশুদের পরিবারের প্রায় প্রত্যেকেই মাসে ২ অথবা তার বেশিদিন অভুক্ত থাকেন।
শুধুমাত্র অপুষ্টিতে ভোগাই নয়, এই দেশগুলির বেশিরভাগ শিশু দীর্ঘ সময় ধরে শারীরিক সমস্যা বহন করে চলে। কেটে যাওয়া বা পুড়ে যাওয়া অংশ চিকিৎসার অভাবে সংক্রমিত হয়।
এছাড়া খাদ্যজনিত ভাইরাস শিশুদের মধ্যে বাড়িয়ে তোলে একাধিক শারীরিক সমস্যা। যে সব শিশুরা বেশিদিন অভুক্ত থাকে তাদের মধ্যে বমি, ডিহাইড্রেশন বা খিঁচুনির মত সমস্যা দেখা যায়।