Tk 73 Thousand Fined In BRTA Mobile Court Raids
চট্টগ্রাম বিআরটিএ’র ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান এর নির্দেশনা অনুসারে বাংলাদেশের অন্যান্য জেলার মতো চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং)-এর সার্বিক দিক-নির্দেশনায় ভ্রাম্যমান আদালত / অভিযান পরিচালিত হয়। চট্টগ্রামে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
অভিযানে ফিটনেস ও রুট পারমিটবিহীন আঠারটি মামলায় ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিট দীর্ঘদিন হালনাগাদ না করায় ০১টি বাস, ০১টি অ্যাম্বুলেন্স ও ০৫টি সিএনজি চালিত অটোরিক্সাসহ মোট ৭টি গাড়ীকে ডাম্পিং করা হয়।
সোমবার (২৪ জুন) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আনোয়ারা-পটিয়া ক্রসিং এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী, বিআরটিএ, চট্ট মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক ফাহাদ শিকদার, বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ আব্দুল মতিনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী ।