Consumer Raid in Pahartali Market, Egg Wholesaler fined Taka 90,000
পাহাড়তলী বাজারে ভোক্তার অভিযান, ডিমের পাইকারি বিক্রেতাকে ৯০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম নগরের পাহাড়তলী বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দুইটি পাইকারি ডিম বিক্রেতা প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত বুধবার (২৩ অক্টোবর) মেসার্স শাহজাহান স্টোরে যথাযথ ভাবে হালনাগাদকৃত মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা এবং বেশি দামে ডিম বিক্রি করায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এরপর মেসার্স বিছমিল্লাহ ট্রেডার্সে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা, নিজেদের মধ্যে ডিম হস্তান্তর করে মূল্যবৃদ্ধি এবং বেশি দামে ডিম বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও রানা দেবনাথ।
একই অভিযানে আসাদগঞ্জের ইসলাম কলোনি এলাকায় কাপড়ের রং, কয়লার গুঁড়া অতিনিম্নমানের শুকনো মরিচের সঙ্গে মিশিয়ে গুঁড়ামরিচ তৈরি, প্রক্রিয়াকরণ করাই আগে সিলগালা করা আরিফের ক্রাসিং মিলটিকে ৩০ হাজার টাকা জরিমানা করে খুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে সংশ্লিষ্টদের।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।