A dozen Egg will be Sold Taka 120! Behind Chittagong Egg Traders Association!
প্রতি ডজন ডিম বিক্রি হবে ১২০ টাকা! নেপথ্যে চট্টগ্রাম ডিম ব্যবসায়ী সমিতি!
ডিমের বাজারে পড়তে শুরু করেছে চট্টগ্রামের একাধিক উদ্যোগের প্রভাব। প্রতি ডজন ডিম বিক্রি হবে ১২০ টাকায়। নেপথ্যে এবার মাঠে নেমেছে চট্টগ্রাম ডিম ব্যবসায়ী সমিতি।
আজ (২৬ অক্টোবর) শনিবার চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে থেকে প্রতি ডজন ডিম ১২০ টাকা দরে বিক্রি করে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম ডিম ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আব্দুল শুক্কুর লিটন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাহাড়তলী রেলওয়ে ব্যবসায়ী সমিতির সভাপতি মো: কামাল উদ্দিন ও সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর আলম প্রমুখ ব্যক্তিবর্গ।
কনজিউমার নিউজ টুডে’র প্রশ্নের জবাবে আব্দুল শুক্কর লিটন জানান, “আজ থেকে এই কর্মসুচী অব্যাহতভাবে চলবে। যতদিন ডিমের বাজারে স্বস্তি ফিরে না আসবে, ততদিন আমরা এই কর্মসুচি চালু রাখবো। আমরা সরকারকে শুধুমাত্র এই বার্তা দিতে চাই যে চট্টগ্রামের ডিম ব্যবসায়ীরা কোন সিন্ডিকেটের সাথে জড়িত নয়।
ডিমের বাজার নিয়ন্ত্রিত হয় মুলত: হ্যাচারি ও ফিড উৎপাদনকারী এবং খামারিদের মাধ্যমে। একটি বাচ্চা ক্রয় থেকে শুরু করে ডিম উৎপাদন পর্যন্ত খরচ কত? এই হিসাব কেউ করেনা। আমরা খামারিদের কাছ থেকে ক্রয় করে পাইকারি বিক্রি করি মাত্র।
অথচ ডিমের বাজার যোক্তিক কারনে বাড়লেও সব দায়-দায়িত্ব এসে বর্তায় আমাদের মতো ব্যবসায়িদের উপর। আমরাও চাই এ ব্যবস্থার পরিবর্তন হোক।”
এছাড়াও চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন পয়েন্টে উদ্বোধন করা হয়েছে নায্যমুল্যের ৬টি ভ্রাম্যমান দোকান। নিত্য প্রয়োজনীয় সব্জির পাশাপাশি এখানে প্রতি ডজন ডিম বিক্রি করা হচ্ছে ১৩০ টাকায়।
সংশ্লিষ্ট এলাকার সহকারি কমিশনার(ভুমি) সার্বিক তদারকিতে পরিচালিত হবে এই বিক্রয় কার্যক্রম। নায্যমুল্যে পন্য বিক্রির এই কার্যক্রমে ব্যাপক সাড়া পড়তে শুরু করেছে।
এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যোগেও নগরীর চৌমুহনী, বহদ্দার হাটসহ একাধিক স্থানে পরিচালত হচ্ছে নায্যমুল্যের দোকান।
নায্যমুল্যে সব্জি ও নিত্যপ্রয়োজনী পন্য সামগ্রী বিক্রয়ে ব্যাপক সাড়া ফেলেছে আলহাজ্ব সামশুল হক ফাউন্ডেশন।
উল্লেখ্য যে নগরীতে ডিমের ডজন বিক্রি হচ্ছিল ১৮০ টাকায়। ঐ সময় মো: আরিফুর রহমান বাবু নামে ৩৮ বছরের এক যুবক প্রথম বহদ্দার হাট, চকবাজার, কোতয়ালী মোড় ও কাজির দেউরী মোড়ে প্রানী সম্পদ বিভাগ, চট্টগ্রামের সহযোগিতায় খামার থেকে ডিম সংগ্রহ করে ১৪০ টাকা দরে ডিম বিক্রি করে ব্যাপক সাড়া ফেলে দেয়।
মুলত: ”মানুষের জন্য আমরা আলাদিন” নামে গৃহীত ঐ কর্মসুচির ফলে মাঠে নেমেছে একাধিক ব্যক্তি ও সংগঠন।