Tk 35,000 Fined by Consumer Joint Campaign in Chittagong
চট্টগ্রামে ভোক্তার যৌথ অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা! তিনটি প্রতিষ্ঠান হলো মস্কো বেকারস, বনফুল ও ফুলকলি।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা ও বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
২৭ অক্টোবর (রবিবার) যৌথ অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক নাসরিন আক্তার। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বিভাগের সার্বিক সহযোগিতায় যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, রানা দেব নাথ, সহকারী পরিচালক, মো: আনিছুর রহমান।
যৌথ অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে একই ধরনের অপরাধ মুলক কাজে লিপ্ত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়।
প্রতিষ্ঠানগুলো হলো,
মস্কো বেকারস। অপরাধ মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রয়, খাদ্যদ্রব্যে জীবাণুবাহী পোকার উপস্থিতি ও প্যাকেটের গায়ে বিক্রয় মুল্য উল্লেখ না থাকায। শাস্তি ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ।
অপর প্রতিষ্ঠানের নাম চট্টগ্রামের স্বনামখ্যাত বনফুল। পন্যের যথাযথ মোড়ক-বিধি অনুসরণ না করা এবং প্রতিশ্রুত সেবা যথাযথভাবে সরবরাহ না করায়, এবং মিষ্ঠান্ন জাতীয় খাদ্যের মধ্যে পোকা থাকায় বনফুলকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
তালিকার তৃতীয় প্রতিষ্ঠানের নাম ফুলকলি। চট্টগ্রামের সুপরিচিত এই মিষ্টির প্রতিষ্ঠানে পণ্যের মোড়ক বিধি অনুসরণ না করা এবং প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে সরবরাহ না করায় এবং অপরিচ্ছন্ন খাদ্যদ্রব্য বিক্রির কারণে ৫ হাজার জরিমানা করা হয়।
যৌথ অভিযান সংশ্লিষ্ট জনৈক কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের জানান জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।