Bangladesh Truck Chalok Sromik Federation Renamed to Bangladesh Sorok-Mohasorok Ponno Poribohon Sromik Federation
বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের পরিবর্তিত নাম বাংলাদেশ সড়ক-মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশন
বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের নাম পরিবর্তন করা হয়েছে। সংশোধিত গঠনতন্ত্র অনুসারে নতুন নাম ‘বাংলাদেশ সড়ক-মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশন’।
১৯৮৬ সালে নিবন্ধিত দেশের সড়ক-মহাসড়কে পণ্য পরিবহন শ্রমিকদের প্রতিনিধিত্বকারী জাতীয়ভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন’
গত আগস্ট (২০২৪) মাসে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় প্রস্তাবিত নতুন নাম ‘বাংলাদেশ সড়ক-মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশন’ ও সংশোধিত গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং শ্রম আইনের বিধানমতে সরকারের অনুমোদন লাভের জন্য ওই মাসের শেষদিকে শ্রম অধিদপ্তরে তা দাখিল করা হয়।
সরকার তথা শ্রম অধিদপ্তর পরীক্ষা নিরীক্ষার পর সন্তুষ্ট হয়ে গত ৩০/১০/২০২৪ সংশোধিত গঠনতন্ত্র ও নতুন নাম ‘বাংলাদেশ সড়ক-মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশন অনুমোদন করে পত্র মারফত ফেডারেশনকে অবহিত করে।
মুলত এর মধ্যদিয়ে সড়ক-মহাসড়কে পণ্য পরিবহন খাতের লাখ লাখ সংগ্রামী চালক-শ্রমিক ও বেসিক ইউনিয়ন প্রতিনিধিদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং আইনগত বিজয় অর্জিত হয়েছে মর্মে সংগঠনের জেনারেল সেক্রেটারি ওয়াজি উল্লাহ সিনিউজটুডে (cnewsTODAY) কে অবহিত করেন।
আরও পড়ুন:-
- তিন বছরেও ব্যাটারিচালিত রিকশার নীতিমালা করতে পারেনি সরকার। খবরঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
- গণপরিবহনে শৃঙ্খলা আনতে পারছে না অন্তবর্তী সরকারও, অনৈতিক দাবির অভিযোগ!
তিনি বলেন, সড়ক-মহাসড়কে পণ্য পরিবহনে সংশ্লিষ্ট চালকদের এই দাবিটি দীর্ঘদিনের। শ্রম অধিদপ্তর কর্তৃক গঠনতন্ত্র অনুমোদনের মধ্যদিয়ে সড়ক-মহাসড়কে পণ্য পরিবহনে নিয়োজিত চালকদের দাবির একটি ধাপ অতিক্রান্ত হয়েছে”।