
নেতৃত্বের বিকাশ ও সামাজিক কর্মকাণ্ডে গৌরবোজ্জল অবদানের স্বীকৃতিস্বরূপ ‘যুব সংগঠক ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে নির্বাচিত হয়ে ‘জাতীয় যুব পুরস্কার-২০২৪’ (National Youth Award 2024) পেয়েছেন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অবস্থিত বিশ্বাস যুব ও সমাজ কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা ও যুব সংগঠক মোঃ শফিউল বশর।
সফল নেতৃত্ব বিকাশ ও সামাজিক কর্মকাণ্ডে অবদান হিসেবে জাতীয় পর্যায়ে ১ম পুরস্কার লাভকারী মোঃ শফিউল বশর চট্টগ্রাম জেলায় বসবাসকারী তমিজ উদ্দিন সরদার ও চন্দ্র বান ‘র সন্তান।
গত (১ নভেম্বর শুক্রবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাতে থেকে মোঃ শফিউল বশর এই পুরস্কার গ্রহণ করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোহাম্মদ সাইফুজ্জামানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোঃ শফিউল বশর স্থানীয় রিয়াজউদ্দিন বাজারে অবস্থিত বিশ্বাস মোবাইল ক্লিনিক এবং বিশ্বাস যুব ও সমাজ কল্যান সংস্থার মাধ্যমে লক্ষাধিক বেকার যুবককে মোবাইল প্রশিক্ষন প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছেন।
কনজিউমার নিউজ টুডে সাথে আলাপচারিতায় সফল এই আত্মকর্মী জানান, “মোবাইল প্রশিক্ষনের মাধ্যমে এই পর্যন্ত লক্ষাধিক যুবক ও যুব মহিলাকে হাতে-কলমে প্রশিক্ষন প্রদান করেছেন।
বিশ্বাস যুব ও সমাজ কল্যান সংস্থার মাধ্যমে প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থাও করে দেয়া হয়। এভাবে বেকারতত্ব দূরীকরণের পাশাপাশি তিনি দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখছেন। বেকারত্ব দূর হওয়ায় এলাকায় মাদকাসক্তি, চুরি-ছিনতাই ও অসামাজিক কার্যকলাপ কমেছে।“
মোঃ শফিউল বশর দীর্ঘ ১৯ বছর বিশ্বাস যুব ও সমাজ কল্যান সংস্থার সাথে সম্পৃক্ত থেকে নেতৃত্ব বিকাশ ও সমাজ উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করেছেন।
তিনি উল্লেখ করেন, ”বিশ্বাস মোবাইল ক্লিনিকের প্রশিক্ষিত বেকার যুবকরা বর্তমানে মধ্যপ্রাচ্যে মোবাইল সার্ভিস সেন্টার খুলে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে ভুমিকা রাখছেন।”
এছাড়াও স্থানীয় পর্যায়ে খেলাধুলা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, বৃক্ষরোপণ, রোপিত বৃক্ষের পরিচর্যা, গাছের চারা বিতরণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অংশগ্রহণ, খাবার বিতরণ ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বছর বিশ্বাস যুব ও সমাজ কল্যান সংস্থা। তিনি দেশের যুব সমাজকে নৈতিক মুল্যবোধে উদ্বুদ্ধ করে মানুষের কল্যাণে নিয়োজিত করছেন।
নেতৃত্বের বিকাশ ও সামাজিক কর্মকাণ্ডে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ মোঃ শফিউল বশর জাতীয় যুব পুরস্কার-২০২৪ লাভ করেছেন।
এক প্রতিক্রিয়ায় সংগঠক ও উদ্যোক্ত মোঃ শফিউল বশর বলেন, পুরস্কার পেয়ে ভালো লাগছে। আসলে পরিশ্রম করলে যে কোনো কাজে সফলতা আসে। আমি ১৯ বছর ধরে কঠোর পরিশ্রম করেছি। তাই এই পর্যায়ে আসতে পেরেছি। নেতৃত্ব বিকাশ ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে যারা আমাকে উৎসাহ যুগিয়েছেন তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।