Chattogram BRTA is Monitoring to ensure a hassle-free Eid journey for people
ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে তদারকিতে চট্টগ্রাম বিআরটিএ

ঈদ-উল-ফিতর’২৫ উদযাপন উপলক্ষে নাড়ির টানে বাড়িমুখী মানুষদের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধকল্পে আজ ২৭ মার্চ বৃহস্পতিবার বেলা ২.৩০টা থেকে বিআরটিএ-চট্টগ্রাম, সিএমপি-ট্রাফিক বিভাগ ও মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি টিম নগরীর সাগরিকা, অলংকার, একে খান ও কর্নেল হাঁটে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টারে পরিদর্শন এবং যাত্রী সাধারনের অতিরিক্ত ভাড়া সংক্রান্ত যে কোনো অভিযোগে তাৎক্ষণিক বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানার ব্যবস্থা করা হয়।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তাৎক্ষণিক তিনটি বাস কাউন্টারকে (৫০০০+৫০০০+৩০০০) ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শাহী, জোনাকি পরিবহনসহ আরও বেশ কয়েকটি পরিবহন থেকে অতিরিক্ত আদায়কৃত ভাড়া যাত্রীদের মাঝে ফেরত ব্যবস্থা করা হয় ।
এছাড়াও বিআরটিএ চট্টগ্রামের আদালত-১৩ কর্তৃক নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা কদমতলীতে ভাড়ার চার্ট প্রদর্শনে ব্যর্থ হওয়ায় বাঁধন পরিবহনের কাউন্টার-কে এবং একই পরিবহনের ড্রাইভার-এর ড্রাইভিং লাইসেন্স না থাকায় অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা করা হয় ।
উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রামের আদালত ১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাকারিয়া, সিএমপি ট্রাফিক বিভাগের এডিসি (উত্তর) মো. নাজিম উদ্দিন, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মোঃ খোরশেদ আলম।
বিআরটিএ, চট্টগ্রামের আদালত ১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদ যাত্রায় স্বস্তি ফেরাতে এই অভিযান চলমান থাকবে।