Chittagong BRTA Mobile Court Imposes Tk 60,900 In Fines Across 14 Cases
চট্টগ্রামে বিআরটি'র অভিযানে ১৪ মামলায় জরিমানা ৬০হাজার ৯শ টাকা
চট্টগ্রাম নগরীতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিআরটিএ চট্টগ্রাম। এসময় ফিটনেস ও রুট পারমিট না থাকায় বেশ কিছু যানবাহনকে ৬০হাজার ৯শ টাকা জরিমানা করেছে এবং দীর্ঘদিন কাগজপত্র হালনাগাদ না করার অভিযোগে ৪টি যানবাহন ডাম্পিং করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ) চট্টগ্রাম বিভাগের আওতাধীন ভ্রাম্যমান আদালত-১২।
মঙ্গলবার (২জুলাই) চট্টগ্রামের চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের ফৌজদার হাট -এ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের আওতাধীন ভ্রাম্যমান আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। অভিযানে আরো উপস্থিত ছিলেন,বিআরটিএ, চট্ট মেট্রো -২ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ ওমর ফারুক, বিআরটিএ, চট্ট মেট্রো-০২ সার্কেলের মোটরযান পরিদর্শক জনাব পলাশ খীসা, বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক জনাব মোঃ আব্দুল মতিন ও জনাব মোঃ মেহেদী ইকবালসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী ।
জানা যায়, ফিটনেস বিহীন -৪টি জরিমানা – ২১হাজার টাকা,রুট পারমিট বিহীন -৬টি জরিমানা -২৫হাজার টাকা,ড্রাইভিং লাইসেন্স বিহীন -৩টি জরিমানা – ৯হাজার টাকা,অন্যান্য মামলা – ৩টি জরিমানা – ৫হাজার ৯শ এবং ডাম্পিং -৪টি।ডাম্পিংয়ের মধ্য রয়েছে ৩টি প্রাইভেট কার ও ১টি অ্যাম্বুলেন্স।
অভিযানে সহযোগিতা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ট্রাফিক পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না জানান, এইরকম অভিযান অব্যাহত থাকবে।