Alhaj Shamsul Haque Foundation Is Selling Vegetables and Daily Commodities at Purchase Price
মানবতার সেবায় ক্রয়মুল্যে সবজি ও নিত্যপন্য বিক্রি করছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন
মানবতার সেবায় ক্রয়মূল্যে সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যপ্রাপ্তি নিশ্চিতে বানিজ্যিক রাজধানী চট্টগ্রামে কর্মসূচি পালন করছে বেসরকারি সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
চট্টগ্রামের ব্যস্ততম এলাকা বহদ্দারহাট পুকুর পাড়ে খোলা হয়েছে সেলস সেন্টার। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকেও নিত্যপণ্য নিয়ে নগরের আরো ৩টি পয়েন্টে সেলস সেন্টার খোলা হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসনের ৬টিসহ টিসিবি ২০টি পয়েন্টে সুলভমূল্যে পণ্য সামগ্রী বিক্রয় করছে।
গত (২৪ অক্টোবর) বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা যায়,বহদ্দারহাট পুকুর পাড়ে ভোক্তাদের হাতে সুলভমূল্যে পেঁয়াজ, সয়াবিন তেল, আলু, ডিম, পটল, লাউ, কাঁচা পেঁপে তুলে দিচ্ছেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের সদস্যরা।
সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: নাসির উদ্দিন, তরুন উদ্যোক্তা সংগঠক ও মোটিভেশনাল স্পিকার মো.কায়সার, বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, ছাত্র সমন্বয়ক, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সেলস সেন্টারগুলো খোলা থাকবে বলে জানান উদ্যোক্তারা।
এক প্রশ্নের জবাবে ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, ”দ্রব্যমূল্য সুবিধাবঞ্চিত ও খেটে খাওয়া মানুষের নাগালের বাইরে চলে গেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমিয়ে আনা আমাদের মূল উদ্দেশ্য। এ জন্য সৎ ব্যবসায়ীরাসহ সবাই আমাদের পাশে আছে।
তিনি আরো বলেন, আমাদের ধারাবাহিক বাজার মনিটরিং ও ক্রয়মূল্য দিয়ে পন্য বিক্রির কারণে নিত্যপণ্যের মূল্য কিছুটা হলেও কমে এসেছে। যদিও সাম্প্রতিক সময়ে টানা বৃষ্টি ও বন্যার কারণে বিভিন্নস্থানে ফসলের ফলন কিছুটা কম ছিল। প্রতিবছর এ সময়ে দ্রব্যমূল্য বাড়ে। অসাধু ব্যবসায়ীরাও সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের মূল্য বাড়িয়ে রাখে। সবাই মিলে আমরা সমন্বিত উদ্যোগ নিতে পারলে শিগগির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের নাগালে থাকবে।”
ভোক্তাদের জন্য বিভিন্ন ধরনের সবজি ও নিত্যপণ্য নিয়ে নিয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন সেলস সেন্টারের পরিধি বাড়ানো হবে বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.নাসির উদ্দিন।