সারা বাংলা

He Was 8 Years Old During The Liberation War, But He Is Still A Freedom Fighter! How Is That Possible?

মুক্তিযুদ্ধের সময় বয়স ৮ বছর, তারপরও তিনি মুক্তিযোদ্ধা! কিভাবে সম্ভব?

জাতীয় পরিচয়পত্রে জন্মসাল ১৯৬৩ইং। সেই হিসেবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন তার বয়স ৮ বছর। বয়স অনুসারে যুদ্ধকালীন সময়ে তিনি শিশু বয়সী থাকলেও বর্তমানে কাগজে কলমে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। এমন চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউপির বাসিন্দা মনোয়ার হোসাইন চৌধুরীর বিরুদ্ধে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন প্রবাসে থাকলেও বর্তমানে তিনি একজন মুক্তিযোদ্ধা। কিন্তু যুদ্ধকালীন শিশু বয়সী মনোয়ার কীভাবে মুক্তিযোদ্ধার খাতায় নাম লেখালেন? এমন অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০১২ সালে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন মনোয়ার। সে সময় জন্মসাল ১৯৬৩ থাকলেও ২০২১ সালে এসে জন্মসাল ১৯৫১ চেয়ে এনআইডির তথ্য পরিবর্তনের জন্য কমিশন বরাবর আবেদন করেন মনোয়ার। আবেদনের সময় দেয়া হলফনামায়ও পেশা হিসেবে উল্লেখ করা হয় প্রবাসী। পরবর্তীতে সেই আবেদনটি নিষ্পত্তির জন্য দায়িত্ব পড়ে “গ” ক্যাটাগরি তথা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার ওপর।

কমিশনের সার্ভার থেকে প্রাপ্ত তথ্যমতে তৎকালীন কর্মকর্তা তার স্ব-শরীরে উপস্থিতিতে শুনানির মাধ্যমে আববেদনটি মঞ্জুর করেন। ফলে ১৯৫১ জন্মসালের মাধ্যমে যুদ্ধ চলাকালীন সময়ে তার বয়স দাঁড়ায় ২০ বছর। আর নাগরিক সেবার এই সুযোগের অসৎ ব্যবহার করেন মনোয়ার। এদিকে ২০২১ সালে জাতীয় পরিচয়পত্রে বয়স বাড়ানোর পর ২০২৩ সালের জুলাই মাসে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের বেসামরিক গেজেট ২৯৭১ ও মুক্তিযোদ্ধার নম্বর:০১১৫০০০৮৩৮৩  মূলে মনোয়ারকে মুক্তিযোদ্ধা ঘোষণা করা হয়। গেজেটে উল্লেখ করা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৮৫তম সভার আলোচ্যসূচি ০৫ সুপারিশ/সিদ্ধান্ত মোতাবেক বেসামরিক গেজেট নিয়মিতকরণ করা হলো। এ ছাড়াও তাকে দেয়া সনদে মুক্তিযুদ্ধে তার অবদানের কথা উল্লেখ করা হয়। যদিও ২০২১ এ এনআইডির তথ্য পরিবর্তনে প্রতীয়মান হয় যে, মনোয়ার মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা বনে যান।  পরবর্তীতে মনোয়ারের এমন কর্মকাণ্ড নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হলে ২০২৪-এর চলতি মাসে তার এনআইডি রোলব্যাক করেন কমিশন। ফলে বর্তমানে তার এনআইডিতে জন্মসাল ১৯৬৩ এবং সেই অনুসারে শিশু বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন মনোয়ার।

 অভিযোগ রয়েছে, সাতকানিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজি ও আ’লীগ নেতার ছেলের সহায়তায় অবৈধ লেনদেনের মাধ্যমে মুক্তিযোদ্ধা বনে যান মনোয়ার। এদিকে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে মনোয়ার প্রথমে এনআইডির তথ্য পরিবর্তনের বিষয়টি অস্বীকার করে বলেন, এমন কিছুই হয়নি। কিন্তু প্রতিবেদকের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ আছে এবং এনআইডি সংশোধনের পর মুক্তিযোদ্ধা হলেন কীভাবে? এমন প্রশ্নে তিনি বলেন, আপনি উল্টাপাল্টা কথা বলছেন। আমি জেনারেল ওসমানীর কাছ থেকে অস্ত্র জমা দিয়ে টোকেন নিয়েছি। কিন্তু আগে কেন মুক্তিযোদ্ধা হিসেবে নাম আসেনি এসব প্রশ্ন করলে সদুত্তর না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। অন্যদিকে সরকারিভাবে মুক্তিযোদ্ধা তলিকায় অন্তর্ভুক্ত হতে গেলে বেশ কয়েকটি ধাপ পাড়ি দিতে হয়। যেমন, স্থানীয় কমান্ডার এবং নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে যাচাইকরণ, মুক্তিযুদ্ধের সময় তার সেক্টরভিত্তিক অবস্থান, কমান্ডারের সুপারিশ ইত্যাদি। কিন্তু মনোয়ারের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা কী ছিল, বা কোন সেক্টরে যুদ্ধ করেছে, তার বিষয়ে সুপারিশ করেছেন কিনা? এসব বিষয়ে জানতে সাতকানিয়া উপজেলার তৎকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার এলএমজি আবু তাহেরকে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা বলেন, ২০২২-২৩ সালে অহরহ মুক্তিযোদ্ধা হয়েছেন। যাদের ক্ষেত্রে কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি। এই ব্যক্তিও হয়তো সেই সুযোগটি ব্যবহার করেছেন। এ বিষয়ে উপজেলা প্রশাসনের করণীয় প্রসঙ্গে জানতে চাইলে, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, যদি কারও বিষয়ে এমন অভিযোগ উঠে তাহলে আমরা প্রাথমিকভাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বরাবর চিঠি দেবো যেন তারা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করেন। যদি অভিযোগ প্রমাণিত হয় মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করবো।

সংবাদের সূত্র: মানবজমিন

cnews TODAY

The full form of cnewsTODAY is “Consumer News Today” is meant to be a supplement to the print edition, featuring consumer news, weekly briefs, sustainable campaign, videos, blogs, help to learn, photo galleries and additional content, opinions expressed are those of the writer and do not necessarily reflect the views of the consumers, members or volunteers of the organization “Society for Integrated Voluntary Affairs” registered under the law of “The Societies Registration Act, 1860 – in Bangladesh. It reflects the stories from every corner, NEWS from everywhere, network’s consumers, core mission of providing consumer news coverage and insights into the consumer safety, protection from business, and financial aspects of the world.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button