BRTA Chattogram Launches ‘Safe Roads for All’ Student Pledge Campaign
বিআরটিএ চট্টগ্রামের ”ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” লিফলেট বিতরন
“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে গত ২২ অক্টোবর ২০২৪ইং শুরু হয় মাসব্যাপি “জাতীয় নিরাপদ সড়ক দিবস”
মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিআরটিএ সার্কেল, চট্টগ্রাম জেলা প্রশাসন, মেট্টোপলিটন পুলিশ বিভাগ, সড়ক ও জনপদ অধিদপ্তর, বিআরটিসি, নিরাপদ সড়ক চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিএনসিসি, জেলা রোভার স্কাউট, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে ২২ অক্টোবর ২০২৪ইং হতে অদ্য ১২ নভেম্বর ২০২৪ইং চট্টগ্রাম জেলা ও মহানগরের মোট ০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ও অভিভাবকদের সমন্বয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করা হয়।
এছাড়াও চট্টগ্রাম মহানগরের ০৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা রক্ষার্থে “রোড শো” সম্পন্ন করা হয় ।
উল্লেখ্য যে প্রতিটি রোড শো-তে সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলাকে অগ্রাধিকার দিয়ে চালক, মালিক, যাত্রী, পথচারী ও অভিভাবকদেরকে ভিন্ন-ভিন্ন লিফলেট বিতরণের পাশাপাশি যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয় ।
এছাড়াও মোট ০৮ দিনব্যাপী চট্টগ্রাম মহানগর জুড়ে সড়ক নিরাপত্তা সংক্রান্ত মাইকিং করা হয় ।
কর্মসূচি চলাকালীন চট্টগ্রাম বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলম, উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি প্রমুখ ব্যক্তিবর্গসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।