কয়েকশ কোটি টাকা হাতিয়ে লাপাত্তা চট্টগ্রামের প্রতারক ব্যবসায়ী শফিকুল
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন ব্যবসায়ী, ব্যাংকসহ সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কয়েকশ কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে গেছে শফিকুল ইসলাম নামের এক প্রতারক ব্যবসায়ী । তার বিরুদ্ধে চেক প্রতারণার একাধিক মামলায় ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তার ঢাকা, চট্টগ্রাম এবং চন্দনাইশের গ্রামের বাড়িতে গিয়েও তার কোন সন্ধান পাচ্ছেন না প্রতারণার শিকার মানুষরা।
ভুক্তভোগিদের পক্ষে চট্টগ্রাম আদালতে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট খান বাহাদুর রাজু জানান, ব্যবসার ফাঁদ পেতে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে গেছে প্রতারক ব্যবসায়ী শফিকুল ইসলাম। তার গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার জোয়ারা ইনিয়নের মুন্সীর বাড়িতে। তার বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গ্রেপ্তার এড়াতে সে পলাতক। ইতিমধ্যে তাকে ধরিয়ে দিতে দৈনিক পত্রিকায় গণবিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ চেষ্ঠা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।