প্রেস বিজ্ঞপ্তি

Mother’s Conference and Vedantic School Inaugurated in Kaptai

কাপ্তাইয়ে মাতৃ সম্মেলন ও বৈদান্তিক বিদ্যালয় উদ্বোধন

Mother’s Conference and Reopening of Loknath Gita & Vedantic School Held by Srimad Bhagavat Sangha in Chandraghona, Kaptai, Rangamati

রাঙামাটির কাপ্তাই  চন্দ্রঘোনা শ্রীমদ্ভাগবত সংঘের উদ্যোগে মাতৃ সম্মেলন ও লোকনাথ  গীতা ও বৈদান্তিক বিদ্যালয় পুনরায় উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন:

শুক্রবার ( ১ আগস্ট) সকাল ১০ টায় কাপ্তাই  কেপিএম কয়লার ডিপু প্রকল্প হরি মন্দিরে এই উপলক্ষে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধক  ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু কল্যান ট্রাস্টের চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম দক্ষিণ এবং বান্দরবান জেলার দায়িত্বপ্রাপ্ত ট্রাস্টি দীপক কুমার পালিত।

যুগ্ম- সাধারণ সম্পাদক উজ্জ্বল মল্লিকের সঞ্চালনায় এবং শ্রীমদ্ভাগবত সংঘের সভাপতি বিপ্লব কুমার মল্লিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমদ্ভাগবত সংঘের সাধারণ সম্পাদক সুমন মল্লিক।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শিপুল দে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু কল্যান ট্রাস্টির কাপ্তাই উপজেলা প্রতিনিধি ও কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন সেন, সহ সভাপতি রতন মল্লিক,  সাধারণ সম্পাদক তপন মল্লিক, বাগীশিপ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিমন মুহুরী, বাংলাদেশ পুজা উদযাপন  ফ্রন্ট রাঙামাটির যুগ্ম আহবায়ক রুপক কান্তি মল্লিক, হিন্দু কল্যান ট্রাস্টের বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি কাজল কান্তি দে, ইউপি সদস্য নীলকান্ত মল্লিক, জ্যোগীশিস গীতা প্রশিক্ষক তমা দেবী, সনাতন বিদ্যার্থী সংসদ এর বেদ বিদ্যা প্রশিক্ষক রিগ্যান নাথ, সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশন এর সদস্য পিংকী দে ও হৃদয় বিশ্বাস, কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি জগন্নাথ মন্দিরের আহবায়ক আশীষ কুমার দাশ এবং বাংলাদেশ হিন্দু পরিষদের সদস্য রনি চক্রবর্তী ও টিম্পল পাল প্রমুখ ব্যক্তিবর্গ।

Kabir Hossain

Md. Kabir Hossain, Staff Reporter, CNews Today, is a warrior of the pen. He is the President of Kaptai Press Club, and the local correspondent for Daily Amar Desh and Daily Purbokone in Kaptai Upazila. Famous Quote: "Truth can never be hidden; its consequences are always dire. That’s why I’m never afraid to write the truth." Mobile No. +880-1824 912 164

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button