July Reawakening Contest at Boroichhari Primary School
জুলাই পুর্নজাগরণ উপলক্ষে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাপ্তাই প্রতিযোগিতা

জুলাই পুর্নজাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষে শিশু শহিদদের স্মরণে রাঙামাটি জেলার কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (Boroichhari Primary School) মিলনায়তনে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জুলাই কেন্দ্রিক কবিতা, গান, নাচ এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণীর শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
সহকারী শিক্ষক ঈশ্বর চন্দ্র তনচংগ্যার সঞ্চালনায় এতে সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. একরাম হোসেন।
আরও পড়ুন:
- চট্টগ্রাম শহর থেকে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সন্দ্বীপ নাগরিক সমাজ
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার! জামায়াতসহ বিভিন্ন সংঘঠনের প্রতিক্রিয়া
এসময় স্কুলের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, সহকারি শিক্ষক সুলতানা বেগম, ফাতেমা জামান চৌধুরী ও জান্নাতুল ফেরদৌস, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি নুরুল আফছার বাবুল, সদস্য মো. জাকির হোসেন সুমনসহ বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।