Kaptai Observes July Mass Uprising Day with Discussion Event
কাপ্তাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

Kaptai Upazila administration in Rangamati Hill District observed July Mass Uprising Day with a commemorative discussion meeting.
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৫আগস্ট) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।
বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: রুইহলা অং মারমা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.এনামুল হক হাজারী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান আহম্মেদ ,চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান কামাল(ওসি), কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ(ওসি), কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ, কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।
এসময় কাপ্তাই উপজেলা পরিষদের বিভিন্ত দপ্তরের প্রধানগণ,ইমাম, শিক্ষক প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
এসময় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।