গত ৪ মার্চ চট্টগ্রাম নগরের হালিশহর বড়পোল এলাকার মো. শরিফ (২৫) নামে এক সিএনজি অটোরিকশা চালক গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও নম্বরপ্লেট হারিয়ে ফেলেন।
সংগতকারনেই সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। শহরের বিভিন্ন এলাকায় অনেক খোঁজা-খুঁজিও করেন। এই ঘটনার প্রায় এক মাস পর জনৈক ব্যক্তির মহানুভবতায় হারানো কাগজপত্রসহ সিএনজি নম্বরপ্লেট ফিরে পান সিএনজি চালক শরীফ।
আজ মঙ্গলবার (২ এপ্রিল) বিআরটিএ কর্মকর্তারা শরীফের কাছে তাঁর হারানো ডকুমেন্টস ও নম্বরপ্লেট হস্তান্তর করেন।
জানা গেছে, গত ৪ মার্চ বিকেল ৫টার সময় হালিশহরের বড়পোল এলাকা হতে শরীফের প্রয়োজনীয় কাগজপত্র ও নম্বরপ্লেট হারিয়ে যায়। অনেক খোঁজাখুজির পরও নাম্বার প্লেট ও কাগজপত্রগুলো না পেয়ে তিনি থানায় জিডি করেন। যোগাযোগ করেন চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে । কিন্তু বিআরটিএ কার্যালয়ে মেট্রো সিএনজি ট্যাক্সির ডুপ্লিকেট নম্বরপ্লেট প্রদান করা হয় না। তাই তিনি দিশেহারা হয়ে পড়েন।
এদিকে গতকাল সোমবার (১ এপ্রিল) জনৈক এক ব্যক্তি শরীফের হারানো ওইসব কাগজপত্র বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) চট্টগ্রাম মেট্রো-২ কার্যালয়ে জমা দেন। শরীফের সাথে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয় থেকে যোগাযোগ করা হয়। আজ মঙ্গলবার শরীফকে তার কাগজপত্র এবং নম্বরপ্লেট বুঝিয়ে দেয়া হয় । এসময় মোটরযান পরিদর্শক তীর্থ প্রতীম বড়ুয়া, বিআরটিএ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক খায়রুল, উচ্চমান সহকারী মো. মেহেদী ইকবাল পাটোয়ারী উপস্থিত ছিলেন।
বিআরটিএ চট্ট মেট্রো-২ সার্কেলের সহকারী পরিচালক মো. ওমর ফারুক বলেন, ”হারিয়ে যাওয়া নম্বরপ্লেট পাওয়ার পর সংশ্লিষ্ট গাড়ির চালক ও মালিককে ডেকে বুঝিয়ে দেয়া হয়েছে। নম্বরপ্লেট ও কাগজপত্র হারিয়ে ওই চালক দীর্ঘ এক মাস বেশ কষ্টে ছিলেন। ওই সময় তিনি গাড়ি নিয়ে রাস্তায় বের হতে পারেননি। কারণ কাগজপত্র ছাড়া তো আর সড়কে পরিবহন চালানো যায় না। কাগজপত্র ও ডকুমেন্টস ফিরে পাওয়ায় তিনি আবার স্বাভাবিক কাজকর্মে ফিরতে পারবেন।”