জনস্বার্থরেলপথসড়ক পথ

Shohoz Dotcom Fraud in Bus Fare! BRTA Raids on Customer Complaints

বাস ভাড়ায়ও সহজ ডটকমের জালিয়াতি! গ্রাহকের অভিযোগে সহজ ডট কম অফিসে বিআরটিএ'র অভিযান! ৫০০০০ টাকা জরিমানা

ট্রেনের টিকিট জালিয়াতির পর এবার বাসের ভাড়ায়ও জালিয়াতিতে জড়িয়ে পড়েছে বহুল আলোচিত বেসরকারী প্রতিষ্ঠান (Shohoz Dotcom) সহজ ডটকম।

ঈদে ঘরমুখো মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে সরকার নির্ধারিত দামের চেয়েও দ্বিগুন ভাড়া আদায়ের জালিয়াতিতে জড়িয়ে পড়েছে এ্যাপস ভিত্তিক এ প্রতিষ্ঠানটি। গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার অনলাইন টিকেট প্লাটফর্ম সহজ ডট কম এর অফিসে বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহজ এমন জালিয়াতির ঘটনায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছে বিআরটিএর’র ভ্রাম্যমান আদালত।

জানা যায় সহজ ডট কম ঢাকা – রংপুরগামী হানিফ ও মোল্লা ট্রাভেলস নামক ২টি পরিবহনের ঈদের টিকেট নির্ধারিত ৮৬১/- এর স্থলে যথাক্রমে ১২৪০/- এবং ১৫০০/- মুল্যে বিক্রি করছে। নির্ধারিত ভাড়ার অধিক মূল্যে টিকেট বিক্রি করে ভোক্তার আর্থিক ক্ষতিসাধনের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০০০০/- জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটি প্রতি টিকেটে ১০০/- চার্জ গ্রহণ করছে যা সম্পূর্ণ অযৌক্তিক।

জনৈক পারভেজ ঈদের ছুটিতে পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ঢাকা থেকে রংপুর যাবে আগামী ৮ তারিখ।

বিগত ০৩ এপ্রিল অনলাইন টিকেট প্ল্যাটফর্ম সহজ ডট কম-এর মাধ্যমে তিনি মোল্লা ট্রাভেলস-এর ঢাকা-রংপুরের একটি টিকেট ক্রয় করেন যেখানে তার কাছ থেকে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ৬৩৯ টাকা বেশি নেওয়া হয়। উক্ত ভুক্তভোগী গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে গত ০৪ এপ্রিল সহজ ডট কম-এর অফিসে বিআরটিএ’র প্রধান কার্যালয়ের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার এর নেতৃত্ব মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত মূল্যে অনলাইনে টিকেট বিক্রির অভিযোগের সত্যতা পান ম্যাজিস্ট্রেট। তিনি জানান, সহজ ডটকম ঢাকা থেকে রংপুরগামী হানিফ ও মোল্লা ট্রাভেলস নামক ২টি পরিবহনের ঈদের টিকেট নির্ধারিত ৮৬১/- এর স্থলে যথাক্রমে ১২৪০/- এবং ১৫০০/- মুল্যে বিক্রি করছে। নির্ধারিত ভাড়ার অধিক মূল্যে টিকেট বিক্রি করে ভোক্তার আর্থিক ক্ষতিসাধনের অপরাধে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এছাড়া প্রতিষ্ঠানটি প্রতি টিকেটে অতিরিক্ত ১০০/- টাকা বাড়তি চার্জ গ্রহণ করছে যা সম্পূর্ণ অযৌক্তিক।

জানা গেছে, ট্রেনের টিকিটের পাশাপাশি অনলাইনে প্রায় ২৫টি বেসরকারী বাসের দূর পাল্লার টিকেট বিক্রি করে সহজ ডটকম। শুরুতে নিয়মিতভাবে বিআরটিএ কর্তৃক নির্ধারিত দামে টিকিট বিক্রি করে প্রতিষ্ঠানটি। কিন্তু বিশেষ বিশেষ সময়ে যেমন ঈদ বা বড় কোনো লম্বা ছুটির সুযোগে তারা বাড়তি দামে টিকেট বিক্রি করে বলে অনেক ভোক্তার অভিযোগ রয়েছে। কিন্তু অদৃশ্য কারণে ধরাছোঁয়ার বাইরে থেকে যায় এ প্রতিষ্ঠানটি।

শুধু তাই নয়, প্রযুক্তি নির্ভর ব্যবসায়ী এ প্রতিষ্ঠানটির নাম ‘সহজ’ হলেও এ প্রতিষ্ঠানের সকল কাজই বাস্তবে খুব জটিল। বিশেষ করে অনলাইনে টিকেট সংক্রান্ত কোনো বিষয়ে অভিযােগ বা বক্তব্য নিতে চাইলে যেন ভুক্তভোগীর মাথার ঘাম পায়ে পড়ার অবস্থা। সহজেই কাউকে পাওয়া যায় না বক্তব্য নিতে বা জানাতে।

বাড়তি দামে টিকিট বিক্রির জালিয়াতি এবং এ প্রেক্ষিতে বিআরটিএ’র মোবাইল কোর্ট জরিমানা বিষয়ে বক্তব্য জানতে সহজ ডটকম’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মালিহা কাদিরের সঙ্গে যোগাযোগের জন্য কোম্পানীর নির্ধারিত ফরম্যাটে বাংলাকন্ঠ’র পক্ষে কয়েক ধাপে চেষ্টার পর সহজ ডটকমের হটলাইনে কর্মরত তরিকুল ইসলামের মাধ্যমে বিষয়টি জানানো হয়। কিন্তু কমপক্ষে ৩ ঘন্টা অপেক্ষার পরও এ প্রতিবেদককে সহজ’র পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়া হয়নি। যদিও সহজ ডটকমের হটলাইনে কর্মরত অপারেটর তরিকুল ইসলাম সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে বিষয়টি জানিয়েছেন বলে এ প্রতিবেদককে জানান। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো কর্মকর্তা সাড়া দেননি।

সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়ায় টিকেট বিক্রি না করতে এবং অযৌক্তিক ফি গ্রহণ না করার বিষয়ে সহজ ডট কম নামীয় প্রতিষ্ঠানটিকে বিআরটিএ’র মোবাইল কোর্ট কর্তৃক কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

Kamruzzaman Bablu

Graduated in Journalism from University of Chittagong and working as Business Editor at The New Nation, oldest English daily in Bangladesh. Founder & Chief Executive at Safe Food & Conscious Consumers Movement. For Personal & Business Branding Email me: dialmexyz@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button