প্রেস বিজ্ঞপ্তিসড়ক ও জনপদসড়ক পথ

BRTA Fined Tk. 32 Thousand in 6 Cases For Driving Without License And Fitness

লাইসেন্স ও ফিটনেস ছাড়া গাড়ি চালানোয় ৬টি মামলায় ৩২ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) একটি দল আজ (৬ এপ্রিল) চট্টগ্রামের বায়েজিদ, দামপাড়া ও অক্সিজেন বাস কাউন্টার এলাকায় অভিযান পরিচালনা করে।

চট্টগ্রামে লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহন চালানোর অভিযোগে ছয় মামলায় ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) একটি দল আজ (৬ এপ্রিল) চট্টগ্রামের বায়েজিদ, দামপাড়া ও অক্সিজেন বাস কাউন্টার এলাকায় এ অভিযান পরিচালনা করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর মামলায় বিআরটিএ ৫ হাজার টাকা জরিমানা করেছে।

ফিটনেস ছাড়া গাড়ি চালানোর চারটি ঘটনায় ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অতিরিক্ত ভাড়া নেওয়ায় সৌদিয়া পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৫ এপ্রিল, বিআরটিএ-অনুমোদিত নির্ধারিত ভাড়ার হার চট্টগ্রামের বিভিন্ন বাস কাউন্টারে পাঠানো হয়, যাতে ঈদের সময় বাড়িগামী মানুষদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা যায়।

এ সময় বাস মালিকদের অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Rezaul Karim

Bureau chief of RisingBD, Professional photographer & journalist, Head of sports at cnewsToday, Branding business & products on social media. Contact me such type of work.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button